‘টি’প টি’প ব’র’সা পানি’, হলুদ ব্লা’উজ শা’ড়িতে উ’ষ্ণ নাচে ঝড় তুল’লেন সু’ন্দরী যু’বতী, তু’মুল ভা’ইরাল ভিডিও

সোশ্যাল মিডি’য়ার(Social Media) দৌলতে আমরা দেশ বিদে’শের আনা’চে কানাচে ঘটে যাওয়া নানান ঘটনার সাক্ষী হয়ে যেতে পারি। এখানে নিজের প্রতিভা প্রদর্শনের জন্য একমাত্র প্লাটফর্ম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যা’চ্ছে, অক্ষ’য় কুমার(Akshay Kumar) ও রবিনা ট্যা’ন্ডনের অভিনীত ‘Mohra‘ ছবির সেই রোমান্টিক হিট গান ‘Tip Tip Barsha Pani‘ গানের তালে সঞ্জনা নামক এক যু’বতী নিজের ঘরেই নাচলেন। তাঁর ওই অসাধারণ নাচের ভিডিও দেখে স্বাভাবিকভাবেই প্রত্যেকেই অবাক হয়েছেন।

ঘরের মধ্যে এত সুন্দর করে একেবারে রবিনা ট্যা’ন্ডনের(Raveena Tandon) মতন হলুদ ‘শাড়ি পরে ঠিক সেইভাবে অসাধা’রণ নৃত্য পরিবেশন করলেন ওই যু’বতী। নাচের সঙ্গে রয়েছে তাঁর আবেদনময়ী চাহনি ও এক্সপ্রেশন, যা মুগ্ধ করেছে সকলকে। আর তাইতো এই নাচের ভিডিওটি পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে‌ সোশ্যাল মিডিয়ায়। হলুদ রঙের শিফন শাড়ি পরে একেবারে মোহম’য়ী রূপে ধরা দিয়েছেন ওই যু’বতী। তাইতো তাঁর এই অসাধারন নাচের ভিডিওটি সোশ্যাল মিডিয়া আসা মাত্রই রীতিমতন ভাইরাল হয়েছে।

আমাদের ছয় ঋতু। গ্রীষ্ম, বর্ষা, শরত, হেমন্ত, শীত, বসন্ত। তার মধ্যে রোমান্টিক ঋতু হিসেবে ধরা হয় বর্ষা আর বসন্তকেই। বর্ষার সময়ে যদিও পরিবেশ, রাস্তাঘাট কাদা কাদা হয়ে থাকে তবুও যেন বর্ষাকেই আমরা রোমান্টিক আবহাওয়া বলে থাকি। এই সময়ে প্রকৃতির পুরোটাই ভিজে নিজেকে দূষণ মুক্ত করে। এই সময়ে পরিবারের মানুষের কাছে থেকে তাঁর সঙ্গে মজার মজার মুহূর্ত কাটাতেও ইচ্ছে করে সবার।

এক কাপ চা, আর জমিয়ে আড্ডা দেওয়ার দিন বোধ হয় রোজদিন ফিরে পাওয়া যায়না, যেটা বর্ষায় পাওয়া যায়, কারণ এই সময়ে পরিবারের মানুষ’দের বাইরে যাওয়া থেকে রেহাই মেলে, তাই পরিবা’রের সঙ্গে সময় কাটানোর কিছুটা সুযোগ মেলে। বৃষ্টির একেকটা ফোঁটা যেন আমা’দেরকে আ’রো উৎসাহিত করে তোলে নানারকম নাচ-গান করার। তেমনি সোশ্যাল মিডি’য়ার মাধ্যমে এই বর্ষা’কালের নানা প্রতিচ্ছবি ফুটে ওঠে, যেখানে কাউকে দেখা যায় বৃষ্টির সুযোগ নিয়ে নিজেকে পুরো উজা’ড় করে বা’ড়ির ছাদে গিয়ে নাচতে আবার কাউকে প্রা’ণোচ্ছ্বলে গান করতেও দেখা যায়। বৃষ্টির সৌন্দর্যে মুগ্ধ হয়ে তা গায়ে মাখতে সকলেরই মন চায়। সব গুমোট মেঘ একনিমেষে ধুয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published.