সোশ্যাল মিডি’য়ায় সকলেই নিজের প্রতিভাকে স’কলের সামনে মেলে ধরতে চায়। কারণ সেখা’নে নিজের ইচ্ছে মতন প্রতি’ভাকে মেলে ধরা যায়। কেউ সেই প্রতিভা প্রদর্শন করার মাপ’কাঠি বিচার করে দেয় না। আর এই কারণে সামাজিক মাধ্যমের জনপ্রিয় বর্তমানে তুঙ্গে।





ফেসবুক থেকে ইন্স’টাগ্রাম, ইউটিউব থেকে টুই’টার সকল সোশ্যা’ল মিডিয়ার প্ল্যা’টফর্ম আজ মানুষের হাতের কাছে। সেখানে কেউ নিজের অবসর সময় কাটান আবার কেউ সেই সামাজিক মাধ্যমকে নিজের প্রতিভা প্রদর্শ’নের মাধ্যম হিসেবে ব্যবহার করেন। তেমনি এবার এক যুবতী নিজের নাচের ভিডিও পোস্ট করেছেন।
‘অনামিকা’ ছবির একটি জন’প্রিয় গান যেটি সুর সম্রা’জ্ঞী লতা মঙ্গে’শকরের গাওয়া ‘বাহো মে চালি আও’ সেইসময় বেশ জনপ্রিয় হয়েছিল। এখনও এই গানের জনপ্রিয়তা তুঙ্গে।





এবার এই জনপ্রিয় গানটিকেই বেছে নিলে’ন যুবতী৷ এই গানেই নাচ করলেন তিনি। যুবতীর নাম প্রীত। ‘প্রীত খোয়াজ’ নামে একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে যুবতীর পরনে রয়েছে লাল রং-এর শাড়ি ও কালো ব্রাউজ। সঙ্গে মানানসই সাজে একেবারে চমক লাগিয়ে দিয়েছেন তিনি। তার নাচ এবং ভাবভঙ্গি সকলের নজর কেড়েছে।