জেনে নিন, যে কারণগুলির জন্য তারাতারি বিয়ে করতে চায় সবাই

শাদি কা লাড্ডু জো খায়া উয়ো ভি পস্তায়া, অর জো নেহি খায়া উয়ো ভি পস্তায়া। যতই বিয়ে থেকে দূরে থাকতে চান, বয়স হতেই পরিবার বিয়ের বন্দোবস্ত করতে শুরু করে দেয়। আস্তে আস্তে কয়েকটি কারণের কথা মাথায় রেখে আপনি বিয়ে করতে রাজি হয়ে যান। জেনে নিন, যে কারণগুলির জন্য তারাতারি বিয়ে করতে চায় সবাই :-

► পড়াশোনা শেষ হতেই চাকরি। অতএব এবার একটাই কাজ বাকি, আর সেটা হল বিয়ে। এই ভেবেই অনেকে বিয়ে করে নেন।

► আজও পরিবারে বাবাদের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ। আর ছেলেমেয়ের বিয়ে দেওয়ার দায়িত্ব পালন করা বাবাদের কাছে অত্যন্ত জরুরি একটি ব্যাপার। বাবার চাপ অনেককেই বিয়ে করতে বাধ্য করে

► বন্ধুবান্ধব সকলের বিয়ে হচ্ছে, আর আপনি এখনও একা? এই কমন কারণের জন্য অনেকেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নেন।

► আপনার প্রেমিকা একেবারে সুযোগ্যা বা আপনি মনে করেন, আপনার প্রেমিকের থেকে ভাল কাউকে আপনি পেতে পারবেন না। ব্যস তা হলে আর দেরি কীসের? বিয়ে করে নিন।

► বেশি বয়স হলে সন্তানের জন্ম দিতে সমস্যা হবে। এই কারণে অনেকেই বিয়ে করেন।

► আপনি বিয়ে করলে, তবেই আপনার পরের ভাই-বোনেদের বিয়ে সম্ভব। পরিবারের স্বার্থে এই ভাবেই অনেকে বিয়ে করে নেন।

► বিয়ে মানেই যে কোনও এক জনের সঙ্গে আপনি শারীরিক ভেবে ঘনিষ্ঠ হতে পারবেন।

► যতই বলুন বয়স একটা নম্বর মাত্র নয়। বয়স কম থাকতেই আজও অধিকাংশ মানুষই বিয়ে করেন।

► দাদু ঠাকুমা বেঁচে থাকতে বিয়ে করতে হবে। কারণ তাঁদের স্বপ্ন নাতি বা নাতনির বিয়ে দেখা।

► বিয়ে করে বিদেশে হানিমুন করতে যাওয়ার ছবি, বিয়ের স্পেশাল ফোটোশ্যুটের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেও আজকাল অনেকে বিয়ে করে নেন।

► অনেকেই রয়েছেন, যাঁরা সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে খুবই খুঁতখুঁতে। কিম্তু বেশি অপেক্ষা করলে এমনটা হতেই পারে যে, আর মনের মতো সঙ্গী পেলেন না। এই ভেবেই অনেকে ভাল পাত্র বা পাত্রী পেলেই বিয়ে করে ফেলেন।

► জ্যোতিষী বলেছেন, এটাই আপনার বিয়ের সঠিক সময়। ব্যস! যেমন বলা তেমন কাজ।

Leave a Reply

Your email address will not be published.