মা’নসিক চিন্তা দূর করতে হযরত মুহাম্ম’দ (সা.) যে খাদ্যের কথা বলেছেন

হযরত আয়েশা (রা.) বলেন, হযরত মুহাম্ম’দ (সা.) এর পরিবারের লোকেদের জ্বর হলে, তিনি দুধ ও ময়দা সহযোগে তরল পথ্য তৈরি করার নির্দে’শ দিতেন।রাসুলুল্লাহ (সা.) বলেন, এটা দু’শ্চিন্তাগ্রস্ত মনে শ’ক্তি যোগায় এবং রো’গীর মনের ক্লেশ ও দুঃখ দূ’র করে, যেমন

তোমাদের কোন নারী পানি দ্বারা তার চেহারার ময়লা দূ’র করে। সহীহুল বুখারী ৫৪১৭, মু’সলিম ২২১৬, তিরমিযী ২০৩৯, ১/৩৪৪৫। মা’নসিক অবসাদ দূ’র- মা’নসিক অবসাদ দূ’র ক’রতে হাদীস শরীফে একটি টোনিকের কথা বলা হয়েছে। যা শতভাগ কা’র্যকরী টোনিক হিসেবে হাদিসে বর্ণনা করা হয়েছে।

অন্য এক হাদীসে এসেছে, আয়েশা (রা.) বলেন, হযরত মুহাম্ম’দ (সা.) বলেছেন, অ’প্রিয় কিন্তু উপকারী বস্ত্তটি তোম’রা অবশ্যই গ্রহণ করবে। তা হলো তালবীনা অর্থাৎ হাসা ( দুধ ও ময়দা সহযোগে প্রস্ত্তত তরল পথ্য)।

আপনার চেহারা থেকে কিভাবে 10 বছর কমিয়ে ফেলবেন তার গোপন সূত্র

তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) এর পরিবারের কেউ অ’সু’স্থ হয়ে পড়লে হাসা-এর পাতিল চুলার উপর থাকতো, যাবত না রো’গী সু’স্থ হতো অথবা মা’রা যেতো। ২/৩৪৪৬। সহীহুল বুখারী ৫৪১৭, মু’সলিম ২২১৬, তিরমিযি ২০৩৯, আহমাদ ২৩৯৯১, ২৪৬৯৩, ২৫৫১৯

Leave a Reply

Your email address will not be published.