বিয়ের পর কি সত্যিই প্রেম জানালা দিয়ে পালিয়ে যায়?

সপ্তাহ জুড়ে চলছে ভালোবাসা উদযাপনের দিন। প্রপোজ ডে, চকোলেট ডে, কিস ডে, প্রমিস ডে পেরিয়ে ভালোবাসা দিবসে গিয়ে শেষ হবে ব্রাচেলরদের প্রেমের সপ্তাহ উদযাপন।তবে কি শুধু ব্যাচেলররাই প্রেমের সপ্তাহ পালন করে? আর বিবাহিতরা? বিয়ের পর কি শখ, আহ্লাদ, ভালোবাসা কিছুই আর থাকে না?

অনেকের ধারণা, বিয়ের আগেই কেবল ভালোবাসা নিয়ে মাতামাতি থাকে সব যুগলের। বিয়ের পর নাকি ভালোবাসার পাশাপাশি ফ্যাকাশে হয়ে যায় সবটা। আবার যাদের বিয়ে হয়ে গেছে, তারা অনেকেই বলেছেন বিয়ের বহু বছর পরেও নাকি স্বামী একই রকম রোমান্টিক।

ভারতের উইন্ডোজ প্রোডাকশন হাউসের পরবর্তী নিবেদন পৃথা চক্রবর্তীর ‘মুখার্জি দার বউ’। অভিনয় করেছেন কনীনিকা বন্দোপাধ্যায়, অনুসূয়া মজুমদার, বিশ্বনাথ বসু, ঋতুপর্ণা সেনগুপ্ত প্রমুখ। একটা ভিডিওতে চলচ্চিত্রনির্মাতারা দেখিয়েছেন,

আমজনতার বিয়ের পর আর বিয়ের আগের ভালোবাসা দিবস কতটা আলাদা।প্রেম, ভালোবাসা নিয়ে সব মেয়ের জীবনেই থাকে নানা স্বপ্ন। আর সেই স্বপ্নই তাকে রসদ জোগায় বেঁচে থাকার।

Leave a Reply

Your email address will not be published.