শৈশবের খেলা ক্রিকেট

তখন আমি স্কুলে পড়ি, মাথায় শুধু খেলাদুলা। ক্রিকেট খেলা একটু বেশি পছন্দ করতাম। বাংলাদেশের খেলা থাকলে ওই দিন স্কুলে না যাওয়ার জন্য কত যে আজুহাত দিতাম তার হিসেব নাই। তখন সেই সাদা কালো তিভিতে খেলা দেখা যেন এখনও চোখে ভাসছে। কারেন্ট না থাকলে রেডিও তো আছেই, বল বাই বল স্কোর আপডেট মিস করতাম না।

১৯৯৭ সালে বাংলাদেশ কেনিয়াকে হারিয়ে আইসিসি ট্রফি জেতার আনন্দ আজও অনুভব করি। এটি ছিল ১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্ব। এতে কেনিয়া এবং প্রথমবারের মত বাংলাদেশ ও স্কটল্যান্ড বিশ্বকাপে খেলার জন্য যোগ্যতা অর্জন করেছিলো।

আমাদের গ্রাম চন্দ্রহার, এখানের মানুষের ক্রিকেট খেলার উপর আগ্রহ একটু বেশীই। স্কুল মাঠে কোন খেলা থাকলে সহজে কেউ মিস করত না। আমাদের খেলা দেখতে অনেক মানুষ আসত, আর আমাদের উৎসাহ দিত।

প্রতি বছর ক্রিকেট ট্রুর্নামেন্ট আয়োজন করা হতো, বিভিন্ন এলাকা থেকে ক্রিকেট দল আসত খেলায়  অংশগ্রহণ করেত। প্রতিযোগিতা এবং উদ্দিপনার মধ্যদিয়ে শেষ হতো প্রতিটা ম্যাচ।

 অনেক মনে পরে সেই দিনগুলির কথা, মনে পরে পরিচিত সেই মানুষদের কথা।  তাদের মধ্যে অনেকেই এই পৃথিবী ছেঁড়ে  চলে গেছেন। খুব ইচ্ছা করে ফিরে যেতে সেই দিনগুলতে।

Leave a Reply

Your email address will not be published.