আতর নানা ধরনের হয়ে থাকে। বাড়িতেই গোলাপের আতর তৈরি করে নেয়া যেতে পারে। এক্ষেত্রে তাজা গোলাপের প্রয়োজন হবে। কেননা ফুলের সুবাসের উপর নির্ভর করে আতরের ঘ্রাণ। ফুলের সুবাস যত প্রখর হবে, তত বেশি ঘ্রাণসমৃদ্ধ আতর পাওয়া যাবে।





গোলাপের পাপড়ি থেকে কীভাবে আতর তৈরি করা যায় জেনে নেয়া যাক- নিন পদ্ধতি।
একটি বড় মুখওয়ালা জার নিন। ১৭৭ মিলিলিটার চন্দন তেল জারে ভেতর ঢেলে দিন। দুই দশমিক সাত কেজি গোলাপের পাপড়ির জোগাড় করে পুরোটাই জারে ঢালা চন্দন তেলের সঙ্গে মিশিয়ে দিন।
জারের মুখটা ভালো করে বন্ধ করে অন্ধকার কোনো জায়গায় দুই সপ্তাহ মতো রেখে দিন। দুই সপ্তাহ পর ঢাকনা খুলে ভেজা পাপড়িগুলোকে ভালো করে বাটুন।
বাটা পাপড়ি জারে রেখে ঢাকনা বন্ধ করে দিন। আরো এক সপ্তাহের জন্য জারটি একই স্থানে রেখে দিন। একদিন পর পর পাপড়িগুলোকে নাড়তে ভুলবেন না।
জার থেকে আতর বের করতে প্লাস্টিকের নল নিন। নল দিয়ে আতর ঢেলে দিন আতরের বোতলে বা কাচের শিশিতে। ঘন এই আতর থেকে আপনি গোলাপ আর চন্দনের দারুণ সুবাস পাবেন।
যত্ন করে তুলে রাখুন অন্ধকার জায়গায়। গোলাপের আতরের গন্ধ খুব কড়া হয়। হাতের কবজিতে বা ঘাড়ে অল্প একটু দিলেই সুগন্ধ ছড়াবে।