পাওয়ার ব্যাঙ্ক কেনার সময় কিছু বিষয় খেয়াল রাখুন

স্মার্টফোন আজ আমাদের দুনিয়াকে হাতের মুঠোয় এনে দিয়েছে। ঘরের বাইরে থাকা অবস্থায় স্মার্টফোন চার্জ করাটা বেশ মুশকিল। তাই পাওয়ার ব্যাঙ্ক সঙ্গে থাকলে চিন্তা নাই। কিন্তু যেকোনো পাওয়ার ব্যাঙ্ক হলেই চলবে না। এর জন্য চাই মানসম্মত কোনো পাওয়ার ব্যাঙ্ক। প্রয়োজন অনুযায়ী পাওয়ার ব্যাঙ্ক কিনতে হবে।

 

 

 

 

একাধিক স্মার্টফোন চার্জ দিতে চাইলে সেই অনুসারে পছন্দ করতে হবে। দরকার হলে বেশি ক্যাপাসিটির ব্যাঙ্ক কেনা যেতে পারে। চার্জ ধারণক্ষমতা ক্যাপাসিটি বেশি হলে বেড়াতে যাওয়ার সময় কাজে লাগে । যে মডেলের পাওয়ার ব্যাঙ্কের বেশি স্মার্টফোন চার্জ দেওয়ার সুযোগ রয়েছে তা দেখে নিতে হবে। পাওয়ার ব্যাঙ্কটিতে ব্যাটারির ‘স্টেটাস ইনডিকেটর’রয়েছে কি না তা চেক করে নিতে হবে।

 

 

 

 

ইনডিকেটর থাকলে পকেটের পাওয়ার ব্যাঙ্কের ব্যাটারির চার্জ কতট আছে তা সহজেই দেখা যায়। আকার ও আকৃতি পাওয়ার ব্যাঙ্কের আকার বড় হলেই বেশি পাওয়ার ব্যাকআপ পাওয়া যাবে না। এটা নির্ভর করে ব্যাঙ্কের ভেতরে থাকা ব্যাটারির গুণগত মানের ওপর। 

 

 

 

 

পাওয়ার ব্যাঙ্ক কেনার সময় সেটিতে লিথিয়াম-পলিমার ব্যাটারি আছে কিনা দেখে নিতে হবে। সাধারণত পাওয়ার ব্যাঙ্ক পুরোপুরি চার্জ হতে অনেক সময় লাগে। তাই অনেকে রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যাঙ্কটিকে চার্জে বসান। কিন্তু এ ক্ষেত্রে বিপদের আশঙ্কা থাকে। এতে ব্যাটারি গরম হয়ে ফেটেও যায়।

 

 

 

 

তাই গঠনগত কারণে লিথিয়াম-পলিমার ব্যাটারি অনেকটা নিরাপদ। আমরা হাতের নাগালে যে ক্যাবল পান তাই দিয়ে ডিভাইসে চার্জ দেই। যে চার্জিং ক্যাবল কোম্পানির ওরিজিনাল তাই নেয়ার চেষ্টা করুন। চার্জ নিতেওদিতে প্রয়োজনীয় সময় দ্রুত চার্জিংয়ের সুবিধা রয়েছে এমন পাওয়ার ব্যাঙ্ক কেনার চেষ্টা করুন। তবে এ ক্ষেত্রে হয়তো টাকা একটু বেশি লাগতে পারে। পাওয়ার ব্যাঙ্কের কার্যকারিতা নির্ভর করে ব্যাটারির গুণগত মান এবং ব্যাঙ্কের সার্কিটের ওপর। 

Leave a Reply

Your email address will not be published.