প্রেমকালীন সময়ে প্রেমিক ও প্রেমিকার মধ্যে কথাবার্তায় রসের পরিমাণটা একটু বেশিই দেখা যায়। তবে বিয়ের পর সেই রসময় কথাবার্তায় অনেকটা ভাটা পড়ে। তাই বলে ভাববেন না ভালোবাসায় ভাটা পড়ে।





আসলে কথা হচ্ছে বিয়ের পরের বাস্তবতাই এর মূল কারণ। আগেও অনেক লেখায় বলেছি ভালোবাসা কখনো কমে না। সেটা বাস্তব পরিস্থিতির কারণে একরূপ থেকে অন্য রূপ ধারণ করে।
প্রেমকালীন সময়েও সব মেয়ে এরকম করে না আবার বিয়ের পরও সব এরকমটি করে না। এই লেখাটি অনেকটা রম্য রচনার মতো। এবার আসুন দেখে আসি বিয়ের আগে ও পরে মেয়েদের কিছু কথাবার্তা।





বিয়ের আগে
মেয়ে: হ্যালো, জান।
ছেলে: উমম… বলো…
মেয়ে: এখনো ঘুম থেকে উঠো নি? এত বেলা পর্যন্ত না খেয়ে থাকলে শরীর খারাপ করবে তো! ওঠো, ফ্রেশ হয়ে নাস্তা করো!
বিয়ের পরে
মেয়ে: কয়টা বাজে? এখনো ঘুম থেকে ওঠো না কেন? জমিদার হয়ে গেছ নাকি?
ছেলে: শরীরটা একটু খারাপ লাগছে!
মেয়ে: ও, তোমার তো সারা বছরই শরীর খারাপ থাকে! যত্তসব…





বিয়ের আগে
মেয়ে: হ্যালো, জান কি করো?
ছেলে: এই তো, বাজার করতে যাচ্ছি। বুয়া চলে আসছে। তারাতারি বাজার আনতে হবে!
মেয়ে: কি বলছো? অন্য কাউকে পাঠাও। এখন বের হলে ঠান্ডা লাগবে তো!
ছেলে: মেসে আর কেউ নেই এখন।
মেয়ে: উফফ… আচ্ছা, শীতের কাপড় পড়ে বের হইঅও!





বিয়ের পরে
মেয়ে: (একটা লিস্ট ধরিয়ে দিয়ে) যাও, এক্ষুণি এই বাজারগুলো নিয়ে আসো!
ছেলে: বাইরে তো খুব ঠান্ডা!
মেয়ে: আজব! ঠান্ডা তো কি হইছে? সারা দুনিয়ার মানুষ বাজারে যাচ্ছে, আর উনার ঠান্ডা! লাট সাহেব উনি! যত্তসব…