টিনএজদের মধ্যে এমন কিছু বিষয় লক্ষ্য করা যায় যা তাদের কাছে ভালো না লাগলেও তা অবশ্যই সত্য। আসুন সেরকম কিছু বিষয় সম্পর্কে জেনে নিই





এই সময়টাতে ছেলেরা একটা বিষয়ে হতাশা অনুভব করে। আর সেটা হলো যখন তার বন্ধুটি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় অথচ তার ভাগ্যে কোনো গার্লফ্রেন্ডই জোটে না।
মেয়েদের মধ্যেই এই বিষয়টা কাজ করে। যখন তার বান্ধবীর কাছে ডজন ডজন প্রপোজ আসে কিন্তু তার কাছে একটিও আসে না।
প্রতিটি মেয়েই চায় তার একজন ভালো বন্ধু বা প্রেমিক থাকুক। যে কিনা তার সাথে দুষ্টুমি করবে, তাকে পাগলি-নাক বুচি বলে খেপাবে, তার জন্য সময় ব্যয় করবে।





প্রত্যেক ছেলেই চায় কেউ একজন তার টেক কেয়ার করুক, তার জন্য অপেক্ষা করুক, রাস্তায় চলাফেরা করতে সাবধান করুক।এই সময়ে প্রতিটি ছেলে মেয়েই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সবার চেয়ে সুন্দর ভাবে।
যাদের প্রেমিক-প্রেমিকা আছে তারা ভাবে যে এর চেয়েও ভাল কাউকে তার ডিজার্ব করে। দুঃখের বিষয় কেউ তাদের নিজের অবস্থান থেকে সুখী ফীল করে না।





প্রত্যেক মেয়েই তার কোন সম্পর্ক হলে সেটা গোপন রাখতে ভালবাসে। ছেলেরা তার পুরোপুরি বিপরীত।