জেনে নিন, নখে সাদা দাগের কারণ কী?

নখে সাদা দাগ কেন দেখা যায়, এর যে কারণ বেশিরভাগ মানুষ বিশ্বাস করে, তাহলো, মানুষ যখন ক্যালশিয়ামের ঘাটতির সমস্যায় ভোগেন, তখনই লক্ষ্মণস্বরূপ নখে এরকম সাদা সাদা দাগ দেখা দেয়।

কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নখে পাঙ্কটেট লিউকোনচিয়া দেখা দিলেই এমন সাদা দাগ দেখা দেয়। সাদা দাগ প্রথমে নখের শেষ ভাগ থেকে দেখা দিতে শুরু করে।

হাতের নখই আপনার ব্যক্তিত্বের পরিচয়। নখের মধ্যে থাকে বেশ কিছু সাদা দাগ, যা অনেক সময়ই হয়ত আপনি উপেক্ষা করে যান। কিন্তু সেই সাদা দাগই বলে দেবে আপনার ভবিষ্যত। তবে, বিশ্বের বিভিন্ন দেশে নখের এই সাদা দাগ বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা হয়।

হাতের দিকে তাকালে একটা বিষয় নিশ্চয়ই লক্ষ্য করেছেন, নখে মাঝেমধ্যেই সাদা সাদা দাগ দেখা দেয়। কিন্তু কী কারণে নখে এমন সাদা দাগ দেখা দেয় জানেন? জেনে নিন কী জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ক্রমশ তা সামনের দিকে দেখা যায়।

তবে চিন্তার বিষয় হিসেবে তাঁরা জানাচ্ছেন, নখের সাদা দাগ যদি পুরো নখেই দেখা যায়, তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন।

পুরো নখে সাদা দাগ ছড়িয়ে পড়ার কারণ, আপনার লিভারের সমস্যা, কিডনি ফেলিওর কিংবা হৃদরোগ দেখা দিতে পারে। এ ছাড়া, রক্তে প্রোটিনের মাত্রা কমে গেলেও দেখা দিতে পারে এমন দাগ।

Leave a Reply

Your email address will not be published.