পানির ভেতর চিকচিক করছে স্বর্ণ। আর সে স্বর্ণ কুড়িয়ে নিচ্ছে স্থানীয় বাসিন্দারা। এমনই ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীর তীরে।
ঘূ’র্ণিঝড় নিভারের পর নেমে গেছে সাগরের পানি। এরপরই মূলত ঘটনার সূত্রপাত। হলুদ রঙের ধাতু পাওয়া যাচ্ছে সাগরের তীরে, যা সংগ্রহ করে বাড়ি নিয়ে যাচ্ছেন এলাকাবাসীরা। তবে এগুলো কি সত্যি স্বর্ণ নাকি অন্যকিছু তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভারতীয় গণমাধ্যমকে স্থানীয়রা বলেন, এলাকার মানুষজন বিশ্বাস করেন, প্রত্যেকবারই কোনও বড় ঝড়ের পরে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীর তীরে পাওয়া যায় এমন মূল্যবান ধাতু ও রত্ন। পূর্বেও এ রকম ঘটনা ঘটেছে। তাই নিভার যাওয়ার পর, পানির স্তর কমে গেলে মূল্যবান ধাতুর খোঁজে স্বর্ণ মিলেছে।
স্থানীয় প্রশাসন থেকে জানান হয়েছে, ওই ধাতু আদতে স্বর্ণ কিনা তা বোঝা যাচ্ছে না। ঝড়ের দাপট শেষ হলে বিষয়টি খতিয়ে দেখবে তারা।