যে ৩ টি বিশেষ মুহূর্তে নারীদের সবচেয়ে বেশি সুন্দর লাগে!

যে ৩ টি বিশেষ মুহূর্তে নারীদের সবচেয়ে বেশি সুন্দর লাগে! – সুন্দর মানেই কি কেবল ফর্সা ত্বক আর নীল চোখ? আমাদের বর্তমান

সমাজে দেখা যায় ছেলের জন্য একটা ভালো মেয়ে খুঁজছি; দাবি একটাই, মেয়ে ফর্সা সুন্দর হতে হবে! তবে জানেন কি? শাস্ত্রে বলা হয়েছে, নারী

মাত্রেই অম্লানকুসুম। অর্থাৎ যে ফুল কখনই ম্লান হয় না। বলা যায়, নারী মানেই সুন্দর। তারপরও বিশেষ বিশেষ সময়ে পুরুষের চোখে নারী অসাধারণ ঠেকে। বিশেষজ্ঞদের মতামত থেকে পাওয়া তথ্যগুলো পাঠকদের জন্য তুলে ধরা হলোঃ

১. অবশ্যই যখন সে হাসে। এই হাসিই তাদের সবচেয়ে বড় অস্ত্র। ২. যখন সে ঘুমায়। মায়াবী দেখায়। ৩. যখন সে আগ্রহী দৃষ্টিতে কারো দিকে আড় চোখে তাকায়। ৪. কান্নার আগ মুহূর্তে। ৫. যখন সে নিজের ঠোঁটে কামড় দেয়। ৬. গোসল করার পর ভেজা চুলে। ৭. যখন তার মনে প্রচণ্ড আনন্দ থাকে কিন্তু মুখে একটা

লজ্জার আবরণ দিয়ে সে আনন্দটা ঢাকার চেষ্টা করে। ৮. যখন তাকে প্রশংসা করা হয়। ৯. যখন আশেপাশে তার প্রিয় মানুষটিকে নিয়ে আলোচনা করা হয়। ১০. যখন সে রেগে যায়। ১১. গোধূলির সময়। ১২. মোমবাতির আলোতে।

কেন রাতে মুখ পরিষ্কার করে ঘুমোতে যাওয়া উচিত?

দেখে নিন এর কা’রণগুলি একটা গোটা দিন কাজের পর দিনের শেষে আমরা প্রত্যেকেই ক্লান্ত হয়ে বাড়ি ফিরি। তখন আমাদের কারুরই

ইচ্ছা করে না স্কিন কেয়ার রুটিনটি অনুসরণ করতে। তখন মনে হয়, কোনওরকমে ফ্রেশ হয়ে বিছানায় গড়িয়ে পড়তে পারলেই জীবন সার্থক।

হয়তো আমরা প্রতিদিনই নিজেদের কাছে প্রতিজ্ঞা করি যে, কাল থেকে শ’রীরের যত্ন, ত্বকের যত্ন নেবো কিন্তু, তা আর হয়ে ওঠে না। আর এই অবহেলার কারণেই আমাদের ত্বকের ক্ষ’তি হতে পারে। রাতে শুতে যাওয়ার আগে মুখ ধোয়া আমাদের স্কিনের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর।

কারণ, সারা দিনের ধকলের ফলে আমাদের ত্বক অনেকটা নিস্তেজ হয়ে পড়ে। তাই, দিনের শেষই হল ত্বকের যত্ন নেওয়ার সেরা সময়।

সুতরাং, অন্য কোনও কিছুর আগে আপনার ত্বকের স্বাস্থ্যের উপর অগ্রাধিকার দিন এবং কেন রাতে মুখ পরিষ্কার করে বিছানায় যাওয়া উচিত, তার কা’রণগুলি একবার দেখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *