ইদানিং খুদে প্রতিযোগী প্রা’ঞ্জল বিশ্বাসের একটি অসাধরন গানের ভিডিও ভাইরাল হচ্ছে এই সো’শ্যাল মিডিয়ায়। প্রাঞ্জ’ল বিশ্বাসকে আ’পনারা সকলেই চেনেন। তিনি আমাদের কাছে তার অসাধা’রণ গানের প্রতিভার জন্য জনপ্রিয়।
‘
তার গান মানুষজনের খুবই ভালো লাগে তা আমরা জানি।তিনি মূ’লত বর্তমানের জনপ্রিয় রিয়া’লিটি শো “সুপা’র স্টার সি’ঙ্গার ২” এর একজন প্রতিভাবান প্রতিযোগী। তিনি বাউল গান গাইতে পছন্দ করেন।





তার গাওয়া বাউল গান সকলের মনজয় করে নেয়। এই ভিডিওটিতে দৃশ্যমান প্রথম অংশে দেখা যাচ্ছে মঞ্চে বলিউডের একটি জনপ্রিয় গান অসাধারণ সুরে গাইছেন প্রাঞ্জল বিশ্বাস। এছাড়াও এই ভিডিওটিতে দৃশ্যমান বাকি মুহূর্তগুলোতে বাকি প্রতিযোগীদেরও অসাধারণ গান শোনা গেছে।





এই ভিডিওটি নিমিষে ভাইরাল হয় এই সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ার দর্শকদের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে তা সোশ্যাল মিডিয়ার দর্শকরা কমেন্ট করে জানিয়েছেন। ভিডিওটিতে প্রাঞ্জলের এই অসাধারণ গান শুনে মুগ্ধতা প্রকাশ করেছেন অরুনিতা কাঞ্জিলাল সহ বাকি ক্যাপ্টেনরা।





এছাড়াও প্রঞ্জলের এই গান অ’ল্কা অ’গ্নিক, জভেদ আলী, উদিত নারায়ণ সকলেরই মন জয় করেছেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বহু ভাইরাল ভিডিওর তালিকায় জায়গা করে নিয়েছে।আপনিও এই ভিডিওটি দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন।





এই ভিডিওটি aily Breaking News ইউটিউব চ্যানেলে কিছুদিন আগে আপলোড করা হয়েছে। এই ভিডিওটিকে বহু মানুষজন দেখেছেন এবং উপভোগ করেছেন। এই ভিডিওটিকে বহু মানুষজন লাইক করেছেন এবং বহু মানুষজন কমেন্ট করে তাদের মতামত জানিয়েছেন।