মোটর সাইকেল, মোটর বাইক, বাইক (ইং’রেজি: motorcycle, motorbike, bike, moto) যন্ত্র’চালিত পরিবহণের একটি বিশেষ রূপ; যার সাহা’য্যে একজন মোটর চালক একস্থান থেকে অন্যস্থানে দ্রুত গমন করে থাকেন।





সাধা’রণতঃ এ পরিবহনটি দ্বি-চ’ক্র’যানের ন্যায় দুই চাকা’বিশিষ্ট ও মোটর যুক্ত থাকে। কখনো কখনো এটি তিন চাকাবিশিষ্ট হয়ে থাকে, কিন্তু বাস কিংবা ট্রাক আকৃতির নয়। সচরাচর একজন ব্যক্তি কর্তৃক এ যানবাহন চালনা করা হয়। যিনি মোটর সাইকেল চালনা করেন,





তিনি মোটর চালক নামে পরি’চিত। মোটর চালকের পিছনে কিংবা সামনে যিনি আরোহণ করেন, তিনি মোটর আরোহী হিসেবে আখ্যায়িত হন। অনেক সময় মোটর সাইকেলের সাথে অন্য একটি অংশ সং’যুক্ত করা হয় যাতে আরো তিনজন ভ্রমণ করতে পারেন।
দূরত্ব, ব্যবহার, আর্থিক ক্রয়ক্ষমতা ইত্যাদির উপর নির্ভর করে মোটর সাইকেল নির্মাণ করা হয়।





কিছুদিন আগে নেট দুনিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়।সেখানে দেখা যায় একটি মোটর সাইকেল এর মধ্যে করে ৮ জন লোক নিয়ে যাতায়াত করে।
এই মোটর সাইকেলটি আফ্রিকা এর কোনো একটি দেশের হবে।মোটর সাইকেলটি অনেক বড় সাধারণ আমাদের দেশের মোট’রসাইকেল থেকে। এটিতে প্রথম ৪ জন ব্যাক্তি উঠে তারপর আসতে আসতে আরো চারজন উঠে। মোটর সাইকেলটিতে ৮ জন ‘উঠার পরও সাইকে’লটির চালক দারুন কায়দায় অনায়াসে চালাচ্ছে যেন মনে হচ্ছে তার পিছনে আর কেউ নেই। মোট’রসাইকেল এর চালকটি প্রথমে ধীরে ধীরে সাইকেলটি চালায় তার পর পুরো নিয়ন্ত্রণে আাসার পর সে মোটরসাইকেটি গতি বৃদ্ধি করে।