সিল্কি শা’ড়ি পরে বি’দীপ্তার সঙ্গে গান গেয়ে জা’তীয় মঞ্চ কাঁপালো বিনীত সিংহ, তুমুল ভাই’রাল ভিডিও

সবচেয়ে জনপ্রিয় রিয়ালিটি শো সনি টিভির ইন্ডিয়ান আইডল সিজন ১৪-এ চলছে জোর কদমে কম্পিটিশন। কোন পার্টিসিপেন্টটি কম যাচ্ছে না, কারোর থেকে। ঋষি থেকে শুরু করে বিনীত এবং অনুষ্কা থেকে শুরু করে বিদিপ্তা সকলেই জোড় কদমে এগোচ্ছে মঞ্চে। ভাইরাল হতে দেখা যায় ইন্ডিয়ান আইডলের নানান পর্ব।

সম্প্রতি আবারও ভাইরাল হল একটি ভিডিও যেখানে দেখা গেল একসাথে মঞ্চে পারফরমেন্স করলো ভিনীত এবং বিদিপ্তা। সম্প্রতি ভিডিও শুরু হতেই দেখা গেল বিদিপ্তার একটি অসাধারণ গান। অডিশন রাউন্ড থেকে শুরু করে সকলের মন কেড়ে নিয়েছিল বাংলার সোদপুরের মেয়ে বিদিপ্তা চক্রবর্তী। আগে বিদিপ্তাকে বাংলার “সারেগামাপা”-র মঞ্চে ফাইনালিস্ট হিসেবে দেখা গিয়েছিল। বর্তমানে বিদীপ্তার বয়স ১৭ বছর।

অডিশন পর্বে বিদীপ্তাকে ‛দিল দিওয়ানা বিন সাজনাকে মানে না’ গান গাইতে দেখা গেছিল। এত মধুর তার কন্ঠ যে বিচারকরা তার গানের প্রশংসা করতে গিয়ে রীতিমতো ভাষা হারিয়েছিলেন।

এরপর ভিনীতের একটি অসাধারণ পারফরম্যান্স দেখা গেল। ভিনীতকে গাইতে দেখা গেল মোহাম্মদ রাফির গাওয়া “মস্ত বাহার কা মে আশিক”। ভিনীতের গানের গলার ব্যাপারেও আলাদা করে আর কিছুই বলার নেই। ২০০৫ সালে সা রে গা মা পা রানার আপ, তারপর থেকে তিনি হুক্কা বার, জলতে দিয়ে, এবং প্রেম লীলার মতো গানগুলিতে কণ্ঠ দিয়েছেন ভিনীত। তিনি কানপুর, লখনউয়ের বাসিন্দা। পাঁচ বছর বয়সে গান গাওয়া শুরু করেন ভিনীত।

ভিনীতের গলায় যে এক জাদু রয়েছে এটা এখন সকলেই জেনে গেছে। ভিনীত আর বিদিপ্তার একসঙ্গে জুটি কিন্তু ভক্তদের বেশ পরিমাণে পছন্দ হয়েছে। ভিনীতের গানের গলা এতই সুমধুর যে তার গানের জন্য সকল ভক্তরা এবং বিচারক আর দর্শকরা অপেক্ষা করে বসে থাকেন। খুব তাড়াতাড়ি বিনীত বিদিপ্তার একটি অসাধারণ পারফরম্যান্স আসতে চলেছে যেখানে মঞ্চ কাপাঁতে চলেছেন তারা।

মাত্র দুই দিন আগেই ভিডিওটি ইউটিউবে Crazytalk tik নামের চ্যানেলে ভাইরাল হয়েছে তার মধ্যে এই ভিডিওটি ২.৬ হাজার ভিউস অতিক্রম করে গেছে। লাইক কমেন্টস অন খাও এসেছে অসংখ্য পরিমাণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *