যতই ঘুড়ি ও’ড়াও রাতে, বাড়ির উঠোনে নী’ল শাড়িতে উ’দ্দাম নেচে ঝর তুললেন সু’ন্দরী যু’বতী, ব্যাপক ভা’ইরাল ভিডিও

সম্প্রতি এবার একটি বাং’লা গানের সাথে নেচে সোশ্যাল মি’ডিয়ায় তুমুল ভাইরাল হলেন এক যু’বতী। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার রমরমা ঠিক কতখানি বেড়ে গিয়েছে তা আমরা সকলেই জানি। আমাদের সাম’নে উঠে আসে নানান ধরনের ভিডিও যেখানে কেউ নাচ বা কেউ গানের মাধ্যমে নি’জের পরিচিতি গড়ে তোলেন সোশ্যাল মি’ডিয়ায়। সের’কমই এক’জন শি’ল্পী হলেন অ্যানি।

যিনি নিজে’র নাচের মাধ্যমে সোশ্যাল মি’ডিয়ায় পরিচিতি গড়ে তুলেছেন। তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে এক বছর আগে একটি ভিডিও পোস্ট করেছিলেন। যেটি’ ইতিমধ্যে দেখে ফেলেছেন দেড় লাখের কাছা’কাছি মানুষ। ভিডিওটিতে দেখা যাচ্ছে ‘যতই ঘুড়ি ওড়াও রাতে, লাটাই তো আমার হাতে’ গানের সাথে নাচছেন তিনি।

নীল শাড়ি পরিহিত অব’স্থায় বাড়ির উঠোনেই নাচতে দেখা গিয়েছে ভিডি’ওটিতে। তার এক্স’প্রেশন এবং নাচের স্টেপ ছিল চোখে পড়ার মতো। তাইতো এই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। এছাড়া সেখানে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছিলেন অনুরাগীরা। যদিও শুধু এই ভিডিওই নয় তার ইউ’টিউব চ্যানেলে এরকম নানান ভিডিও রয়েছে।

যেখানে তিনি পরিচয় দিয়েছেন নৃত্য দক্ষ’তার। উল্লেখযোগ্য, এই শিল্পীর মতোন অন্য অনেক শি’ল্পীরাই রয়েছেন যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজস্ব পরিচিত গড়ে তুলেছেন। আসলে অন্য সব পেশার মতোই এই পেশাতেও পরিচিতি ও উপার্জনের সুযোগ রয়েছে। তাইতো ক্রমাগত এর ব্যবহার বেড়েই চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *