সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় বলিউডে আইটেম গানে উষ্ণতা ছড়ানো ড্যান্সার নোরা ফাতেহি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিত্যনতুন ছবি, ভিডিও শেয়ার করে আলোচনায় থাকেন তিনি। এবার নোরা যা দেখালেন যা রীতিমতো অসাধারণ।বৃহস্পতিবার রাতে মুক্তা দিয়ে তৈরি কাঁচুলি পরে অনিন্দ্যসুন্দর একটি ছবি শেয়ার করেছেন নোরা।





এই ছবি আপলোডের সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। রীতিমতো সামাজিকমাধ্যমে ঝড় তুলেছে। শুধু ইনস্টাগ্রামেই ছবিটি লাইক কুড়িয়েছে ১৬ লাখেরও বেশি।একজন কানাডিয়ান ড্যান্সার, মডেল, অভিনেত্রী, গায়িকা ও প্রযোজক হলেও মূলত বলিউডেই সক্রিয় নোরা ফাতেহি।
তিনি এসেছেন এক মরোক্কান-কানাডিয়ান পরিবার থেকে এবং বেড়ে উঠেছেন কানাডায়।আইটেম গানের পাশাপাশি সিনেমায় অভিনয়ও করেন নোরা।বিভিন্ন সাক্ষাৎকারে নিজেকে ‘অন্তর থেকে ভারতীয়’ বলে অভিহিত করে থাকেন নোরা। ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক ঘটে। তবে তিনি সর্বাধিক জনপ্রিয়তা পান সুপারহিট কিছু আইটেম গানে নেচে।





আরও পড়ুনঃআরেক দফা কমেছে সোনার দর। সোনার বাজারে দরপতন হলেও বাড়তির দিকেই ছিল রুপার মূল্য। সোমবার (১২ অক্টোবর) দুপুরে পাওয়া সর্বশেষ খবরে বিশ্ব বাজারে প্রতি আউন্স সোনা বিক্রি হয়েছে ১৯২৬ দশমিক ৪৯ ডলারে। যা আগের দিনের তুলনায় ৩ দশমিক ১৫ ডলার কম।সোনার দর কমলেও একই দিন রুপার বাজারে দর ছিল কিছুটা উর্ধ্বমুখী।





গতকালের তুলনায় সোমবার প্রতি আউন্স রুপার মূল্য বৃদ্ধি পেয়েছে ০ দশমিক ১৬ ডলার। ফলে এদিন প্রতি আউন্স রুপা বিক্রি হয়েছে ‘২৫ দশমিক ৩১ ডলারে। সাধারণত বাজারে সোনা এবং রুপার মূল্য একই সাথে উত্থান পতনের চিত্র দেখা যায়। তবে এবার যেন কিছুটা ভিন্ন রূপ দেখা গিয়েছে রুপার বা’জারে।গত বেশ কিছুদিন ধরেই সোনার বাজারে কিছুটা দরপতন দেখা গিয়েছে।





মাঝেমধ্যে কিছুটা বা’ড়লেও তা বেশি সময় স্থায়ী হতে দেখা যায়নি’। গত সপ্তাহেও সোনার বা’জারের উত্থান-পতন দেখা গিয়েছে। গত ৯ অক্টোবর আন্তর্জাতিক বাজারে সোনার দাম ছিল বেশ উর্ধ্বমুখী। এদিন আগের দিনের তুলনায় ৩৪ দ”শমিক ৫২ ডলার মূল্য বৃদ্ধি পেয়েছে প্রতি আউন্স সোনায়। ফলে এদিন প্রতি আউন্স সোনা বিক্রি হয়ে ১৯২৯’ দশ’মিক ৬’৪ ডলারে।





শুধু তাই নয়, ৮ অক্টোবরও সোনার মূল্য প্রতি আউন্সে আন্তর্জাতিক বাজারে বাড়তে দেখা গিয়েছে ৭ দশমিক ৬৯ ডলার। অন্যদিকে ৯ অক্টোবর রুপার বাজারেও দাম উত্থানের দিকেই ছিল। আগের দিনের তুলনায় এদিন প্রতি আউন্স রুপার মূল্য বাড়ে ১ দশমিক ২৭ ডলার। এছাড়া ৮ অক্টোবরও দাম বেড়েছিল রুপার।





সোনার বাজারে এমন অস্থিরতার কারন হিসেবে আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা মনে করছেন আসন্ন মার্কিন নির্বাচনের কারনেই বিশ্বের সোনার বাজারে প্রভাব পড়ছেআন্তর্জাতিক বাজারে সোনার দরের এ’মন উত্থান-পতন হলেও’ দেশের বাজারে সহসাই প্রভাব পড়ছে না। দেশের বাজারে সোনার দর কমতে হয়ত আরও কিছুদন সময় লাগতে পারে এমনটাই ধারনা করছেন বিশ্লেষকরা।