পাহাড়ি সা’জে দুবা’ইয়ের ম’ঞ্চে গান গাইতে গাইতে অরু’নিতার সঙ্গে পবন’দ্বীপ, তুমুল ভাই’রাল ভিডিও

সোশ্যাল মিডিয়া জুড়ে যাদের নিয়ে সারাক্ষণ আলোচনা চলে তারা হলেন ই’ন্ডিয়ান আইডলের দুই জনপ্রিয় প্রতি’যোগিতা কাঞ্জি’লাল এবং পবনদ্বীপ রাজন ইন্ডি’য়ান আইডল শেষ হয়ে গিয়েছে বহুদিন আগেই।

কিন্তু এই জনপ্রিয় রিয়েলিটি শোয়ের দুই জনপ্রিয় প্রতিযোগীকে নিয়ে মানুষের কৌতূহল যেন শেষ হতে চায় না। দিনে দিনে তাদের দুজনের জনপ্রিয়তা আকা’শ’চু’ম্বী। ইতিমধ্যেই দুজনের বন্ধুত্ব বেশ গাড়ো হয়েছে।

ইন্ডিয়ান আইডলের মঞ্চের দুই প্রতি’যোগি পবন্দীপ রাজন এবং অরুনিতা কাঞ্জিলাল এর মধ্যকার সম্পর্ক নিয়ে এক সময় ব্যাপক জলঘোলা হয়েছিল। শো’য়ের হোস্ট থেকে শুরু করে বি’চারকরা পর্যন্ত সেই জল্পনায় ঘৃতাহুতি দিয়েছিলেন। কিন্তু নিজেদের সম্পর্কের কথা কোনদিনও স্বীকার করে নেন নি পবন কিংবা অরুনিতা দুজনেই। তারা সব সময় তাদের সম্পর্ককে বন্ধুত্ব হিসেবে দাবি করে এসেছেন। যদিও তাদের অনু’রাগীরা সে কথা মানতে নারাজ।

ই’ন্ডি’য়ান আইডল শেষ হওয়ার পর বলিউডে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে উঠে পড়ে লেগেছে পবন্দ্বিপ এবং অরুনিতা দুজনেই। শোনা যাচ্ছে তারা নাকি মুম্বাইতে একই জায়গায় ফ্ল্যাট কিনে নিয়েছেন। ছিলেন বন্ধু হলেন প্রতি’বেশী। এবার তাদের মধ্যকার স’ম্প’র্ক আরও বেশ, খানিকটা গভীর হবে এমনটাই মনে করেছিলেন দর্শকরা। ইন্ডিয়ান আইডলের মঞ্চে সকল জুটির থেকে জনপ্রিয় ছিল পবন এবং অ’রুনিতা।

তাদের প্রত্যেকটি পারফরম্যান্স সে ডু’য়েট হোক বা সিঙ্গেল সকলের মন জয় করে নিত। পবনদ্বীপ-অরুনিতা জু’টির গান শুধু এদে’শীয়দের মধ্যেই নয় বিদেশিদের মধ্যেও বেশ জনপ্রিয়। বাংলার মেয়ে অরুনিতা আর উত্তরাখণ্ডের পাহাড়ের ছেলে পবনদ্বীপ রাজনের গান শ্রোতাদের মুগ্ধ করে। ইতিমধ্যেই তারা বেশকিছু অ্যালবামে গান গেয়েছেন। অ্যালবামের পাশাপাশি বিভিন্ন কনসার্ট থেকেও ডাক আসে তাদের। শুধুমাত্র দেশে নয়, সুদূর লন্ডন থেকেও পবন’দ্বীপ-অরুনিতার গান শোনার জন্য আবেদন এসেছিল।

তাই লন্ডনে পাড়ি দিয়েছিলেন এই জুটি। পবনদ্বীপ-অরুনিতা জুটি মানেই হিট। স’দ্য “ও সাই’য়োনি” এবং “মনজুর দিল” নামের দুটি অ্যালবাম রিলিজ হয়েছে তাদের। এই দুটি অ্যালবাম মুক্তি পেতে না পেতেই রেকর্ড গড়েছে। মাটিতে অনুষ্ঠিত লাইভ কনসার্টের বেশকিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে ছরের গতিতে ভাইরাল হয়ে গিয়েছিল। গান গাইতে দেখা গিয়েছিল অরুনিতা কাঞ্জিলাল এবং পবন্দ্বীপ রাজনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *