জন্মদিনের পোশাকে ছবি দিলেন টাইগার শ্রফের বোন

জন্মদিনের পোশাকে ছবি দিলেন টাইগার শ্রফের বোন কৃষ্ণা। এমনই ছবি যে, তা দেখে ইনস্টাগ্রামে কৃষ্ণার কমেন্ট বক্সে আগুন ঝরল দিনভর।

কেউ লিখলেন ‘উফ তাকানো যাচ্ছে না তো, এত্ত হট!’কেউ লিখলেন ‘পুড়িয়ে দিচ্ছ যে’। সঙ্গে রাশি রাশি আগুনের ইমোজি। এত যে, হিসেব রাখাই মুশকিল।

টাইগারের অঘোষিত প্রেমিকা দিশা পাটানি সমাজ মাধ্যমে মাঝে মধ্যেই স্বল্পবাসে তাপমাত্রা বাড়ান। সেই দিশাকেও দেখা গেল হবু ননদের প্রশংসা করতে। কৃষ্ণার কমেন্ট বক্সে অজস্র আগুনের ইমোজি দিয়ে দিশা লিখেছেন ‘বডি’।

ব্যাপারটা কী! জন্মদিনে এমন কী পোশাক পরেছেন কৃষ্ণা শ্রফ যে, তা নিয়ে এত হই চই!

সত্যি বলতে, পোশাক বলতে যা বোঝায়, তা পরেননি কৃষ্ণা। মেদহীন ছিপছিপে চেহারার বেশিটাই আবরণহীন। গাঢ় রঙের বিকিনি পরে নিজস্বী তুলেছেন আয়নায়।

আর তাতেই চোখ কপালে উঠেছে নেটাগরিকদের। এক হাত উপরে তুলে জয়ের চিহ্ন দেখিয়ে নিজেকে ফ্রেমবন্দি করেছেন কৃষ্ণা। বিবরণে লিখেছেন, ‘২৮ বছর বয়সটা আমার চেহারার সঙ্গে বেশ যাচ্ছে।’ হ্যাশট্যাগে লেখা ‘জন্মদিনের পোশাক’।

অগোছালো ঘরে (সম্ভবত হোটেলে) বিছানার সামনে ওই পোশাকে দাঁড়ানো কৃষ্ণাকে দেখে বেশ বোঝা যায়, জন্মদিনে দারুণ সময় কাটাচ্ছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *